Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ফ্রিজ কিনে এক লক্ষ টাকা পুরস্কার পেলেন

শরীয়তপুরে ফ্রিজ কিনে এক লক্ষ টাকা পুরস্কার পেলেন

পরিবার এমদাদ মুন্সীর কাছে নতুন ফ্রিজের বায়না ধরেন। পরিবারের আবদার ফেলতে পারেনিন এমদাদ মুন্সী। ৩৭হাজার ৫শত টাকা জোগাড় করে কিনে দিলেন ওয়ালটনের একটি ফ্রিজ। ফ্রিজটি কেনার পর রেজিস্ট্রেশন করে তাতেই ভাগ্যের চাকা ঘুরে গেলো এমদাদ মুন্সীর। ওয়ালটনের মিলিনিয়ার অফারে লটারিতে জিতে নিলেন ১ লাখ টাকা। সেই খুশিতে আত্মহারা তার পরিবার। যেন সব আনন্দ তাদের ঘরে।
এমদাদ মুন্সী শরীয়তপুর পৌরসভার কাশাভোগ গ্রামের মহর আলী মুন্সী ছেলে। সম্প্রতি তিনি স্থানীয় মনোহার বাজার মোড় ওয়ালটন প্লাজার সাব ডিলার রওজা ইলেকট্রনিক্স থেকে এই ফ্রিজটি ক্রয় করেন। বৃহস্পতিবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে তার হাতে লাখ টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন কোম্পানির ডিজিটাল ক্যাম্পেইন অফার এর কো অডিনেটর মোঃ নাজমুল হোসেন, এরিয়া ম্যানেজার মাদারীপুর জোন হামিম মোঃ অনিক, ক্রেডিট মনিটরিং মাদারীপুর জোন মোঃ শামীম হাসান, ওয়ালটন সাভিস ম্যানেজামেন্ট এর ম্যানেজার মোঃ রিফাত হোসেন, ওয়ালটন প্লাজা ম্যানেজার গৌরাঙ্গ হাজরা, ওয়ালটন প্লাজা সাব ডিলার, রওজা ইলেকট্রনিক্স এর স্বতাধিকারী মোঃ আতিক মোল্লা প্রমুখ। তবে উক্ত ক্যাশ ভাউচারের বিপরীতে বিজয়ী ক্রেতা মোঃ এমদাদ মুন্সী দুইটি ফ্রিজ, একটি টিভি, একটি ফ্যান, রাইচকুকারসহ বেশ কিছু ওয়ালটনের ইলেকট্রনিক্স পন্য নিয়ে যান।