Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশু সংলাপ অনুষ্ঠিত

শরীয়তপুর শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশু সংলাপ অনুষ্ঠিত

জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশু সংলাপ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ সেপ্টেম্বর বিকেল ৪ টায় এনসিটিএফ শরীয়তপুরের আয়োজনে ‘সেভ দ্য চিলড্রেন’ বাংলাদেশ শিশু একাডেমী শরীয়তপুর জেলার সহযোগিতায় জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক এ শিশু সংলাপ-২০১৯ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডঃ খলিলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সরল বড়–য়া ও সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান।
এছাড়া মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাবরিনা জাহান সভার উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন এনটিসিএফ শরীয়তপুর জেলার সভাপতি সাজেদুল ইসলাম সাহেদ ও ‘সেভ দ্য চিলড্রেন’ এর সিআরপি মমতাজুল ইসলাম রোমনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী প্রমূখ।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী আবু তাহের উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও শিশুদের অধিকার বিষয়ে সংলাপ করেন। যাতে প্রতিটি শিশু তার পরিপূর্ণ অধিকার নিয়ে গড়ে ওঠে এবং কোন খারাপ কিছু তাদের মধ্যে প্রবেশ করতে না পারে।
শিশুদের জন্য গৃহীত জাতীয় কর্মপরিকল্পনা ২০০২-২০০৬ বাস্তবায়নে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সেপ্টেম্বর ২০০৩ সালে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনটিসিএফ) গঠন করা হয়। এনটিসিএফ অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, পরীক্ষণ করা এবং পরবর্তীতে তাদের পলিসি পর্যায়ে অ্যাডভোকেসি করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন-এর মাধ্যমে ৬৪ জেলার সভাপতি জেলা শিশু অধিকার ফোরাম কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ শিশু একাডেমিতে এর সচিবালয় রয়েছে। বর্তমান মোট সদস্য সংখ্যা প্রায় ৪০ হাজার। ১২ বছর থেকে শুরু করে ১৮ বছরের নিচে যে কোন শিশু এনটিসিএফ এর সদস্য হতে পারে। শিশুদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ সংগঠন সৃষ্টি করা হয়।