Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জে আবৃত্তি, বিতর্ক ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা

ভেদরগঞ্জে আবৃত্তি, বিতর্ক ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় বিদ্যালয় ভিত্তিক আবৃত্তি, বিতর্ক ও শুদ্ধি উচ্চারন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর রোববার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র যৌথ অর্থায়নে পরিচালিত সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় সাজনপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, বিতর্ক ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজনপুর বালিকা উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক চায়না রানী দেবনাথ।
নুসার সমন্বয়কারীর ও ফোকাল পার্সন মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসার এরিয়া ম্যানেজার, শাখা ব্যাবস্থাপক নূর মোহাম্মদ, তাজুল ইসলাম।
অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা বিপুল উৎসাহের সাথে অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন।