মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে বিশ্ব বসতি দিবসের র‌্যালি ও আলোচনা সভা

শরীয়তপুরে বিশ্ব বসতি দিবসের র‌্যালি ও আলোচনা সভা

“বর্জ্যকে সম্পদে পরিণত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার” এই শ্লোগানে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শরীয়তপুরে বিশ^ বসতি দিবস পালিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাজাহান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


error: Content is protected !!