Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নাহিম রাজ্জাক এমপি নির্বাচনী এলাকায় তিনদিনের সফরে আসছেন

নাহিম রাজ্জাক এমপি নির্বাচনী এলাকায় তিনদিনের সফরে আসছেন

আজ (১০ অক্টোবর, বৃহস্পতিবার) তিনদিনের সফরে নির্বাচনী এলাকায় আসছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি। এ সময় তিনি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
নাহিম রাজ্জাক এমপি’র শরীয়তপুর জেলার সফর সূচী- ১০ অক্টোবর বৃহস্পতিবার (আজ) সকাল ৬ টা ৩০ মিনিটে মাওয়ার উদ্দেশ্যে বাসভবন ত্যাগ করবেন। সকাল ৮ টা ৩০ মিনিটে মাওয়া উপস্থিত হয়ে ফেরী পাড়াপাড় হবেন। সকাল ৯ টা ৩০ মিনিটে কাঠালবাড়ী ঘাটে উপস্থিত হয়ে ডামুড্যার উদ্দেশ্যে যাত্রা করবেন। পরে বেলা ১১ টায় ডামুড্যা উপস্থিত হয়ে আলহাজ¦ ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। দুপুর ১ টা ৩০ মিনিটে মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ৩ টা ৩০ মিনিটে ইদিলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভায় যোগদান করবেন। সন্ধ্যা ৬ টায় মরহুম নেকমত আলী মৃধার কবর জিয়ারত করবেন এবং সন্ধ্যা ৭ টায় দাসেরজঙ্গল বাজার বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। সভা শেষে রাত ৮ টায় ডামুড্যাস্থ বাসভবনে রাত্রি যাপন করবেন।
১১ অক্টোবর শুক্রবার (পরবর্তী দিন) সকাল ১০ টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। পরে দুপুর ১ টায় মধ্যাহ্ন বিরতি ও স্থানীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। বিকাল ৩ টায় ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কর্মসভায় যোগদান করবেন। সন্ধ্যা ৭ টায় নাগেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাসির আকন এর বাড়ীতে উপস্থিত হয়ে তার পরিবারবর্গ ও নাগেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাত করবেন। সবশেষে রাত ৮ টায় ডামুড্যাস্থ বাসভবনে রাত্রি যাপন করবেন।
১২ অক্টোবর শনিবার (তৃতীয় দিন) সকাল ১০ টায় ডামুড্যা উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। দুপুর ১ টায় ইসলামপুর ইউনিয়নের কামাল এর ভাইয়ের বিবাহ অনুষ্ঠানে যোগদান করবেন। বিকাল ৩ টায় কোদালপুর ইউনিয়নের মোঃ মনিরুজ্জামান মনা দেওয়ানের মায়ের কবর জিয়ারত করবেন। বিকাল ৪ টায় গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভায় যোগদান করবেন। সন্ধ্যা ৭ টায় ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারীর বাবার কবর জিয়ারত শেষে রাত ৮ টায় কাঠালবাড়ীর উদ্দেশ্যে ভেদরগঞ্জ ত্যাগ করবেন। রাত ৯ টা ৩০ মিনিটে কাঠালবাড়ী উপস্থিত হয়ে ফেরী পাড়াপাড় হবেন। রাত ১০ টায় মাওয়া উপস্থিত হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।