
আজ (১০ অক্টোবর, বৃহস্পতিবার) তিনদিনের সফরে নির্বাচনী এলাকায় আসছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি। এ সময় তিনি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
নাহিম রাজ্জাক এমপি’র শরীয়তপুর জেলার সফর সূচী- ১০ অক্টোবর বৃহস্পতিবার (আজ) সকাল ৬ টা ৩০ মিনিটে মাওয়ার উদ্দেশ্যে বাসভবন ত্যাগ করবেন। সকাল ৮ টা ৩০ মিনিটে মাওয়া উপস্থিত হয়ে ফেরী পাড়াপাড় হবেন। সকাল ৯ টা ৩০ মিনিটে কাঠালবাড়ী ঘাটে উপস্থিত হয়ে ডামুড্যার উদ্দেশ্যে যাত্রা করবেন। পরে বেলা ১১ টায় ডামুড্যা উপস্থিত হয়ে আলহাজ¦ ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। দুপুর ১ টা ৩০ মিনিটে মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ৩ টা ৩০ মিনিটে ইদিলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভায় যোগদান করবেন। সন্ধ্যা ৬ টায় মরহুম নেকমত আলী মৃধার কবর জিয়ারত করবেন এবং সন্ধ্যা ৭ টায় দাসেরজঙ্গল বাজার বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। সভা শেষে রাত ৮ টায় ডামুড্যাস্থ বাসভবনে রাত্রি যাপন করবেন।
১১ অক্টোবর শুক্রবার (পরবর্তী দিন) সকাল ১০ টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। পরে দুপুর ১ টায় মধ্যাহ্ন বিরতি ও স্থানীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। বিকাল ৩ টায় ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কর্মসভায় যোগদান করবেন। সন্ধ্যা ৭ টায় নাগেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাসির আকন এর বাড়ীতে উপস্থিত হয়ে তার পরিবারবর্গ ও নাগেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাত করবেন। সবশেষে রাত ৮ টায় ডামুড্যাস্থ বাসভবনে রাত্রি যাপন করবেন।
১২ অক্টোবর শনিবার (তৃতীয় দিন) সকাল ১০ টায় ডামুড্যা উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। দুপুর ১ টায় ইসলামপুর ইউনিয়নের কামাল এর ভাইয়ের বিবাহ অনুষ্ঠানে যোগদান করবেন। বিকাল ৩ টায় কোদালপুর ইউনিয়নের মোঃ মনিরুজ্জামান মনা দেওয়ানের মায়ের কবর জিয়ারত করবেন। বিকাল ৪ টায় গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভায় যোগদান করবেন। সন্ধ্যা ৭ টায় ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারীর বাবার কবর জিয়ারত শেষে রাত ৮ টায় কাঠালবাড়ীর উদ্দেশ্যে ভেদরগঞ্জ ত্যাগ করবেন। রাত ৯ টা ৩০ মিনিটে কাঠালবাড়ী উপস্থিত হয়ে ফেরী পাড়াপাড় হবেন। রাত ১০ টায় মাওয়া উপস্থিত হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।