
শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন-উল-হাসান বলেছেন, ‘একটা কথা আছে- শিশুদের হ্যা বলুন। কিন্তু আমি বলি সকল ক্ষেত্রে শিশুদের হ্যা বলা যাবে না। শিশুদের ভালো কাজে হ্যা এবং মন্দ কাজে না বলতে হবে।
বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় শরীয়তপুর সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন উপলক্ষে জেলা শিশু একাডেমী এ আলোচনা সভার আয়োজন করে। এবারের বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের প্রতিপাদ্য বিষয়- “আজকের শিশু আনবে আলো, বিশ^টাকে রাখবে ভালো”।
মামুন উল হাসান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আজাকের শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিশুদের মধ্যে সভ্যতা ও ভদ্রতার নৈতিক শিক্ষা দিতে হবে। শিশুকে শুধু সকল ক্ষেত্রে হ্যা বললেই চলবে না। ভালো কাজে হ্যা বলতে হবে, ভালো কাজে উৎসাহ দিতে হবে। অপর দিকে মন্দ কাজ থেকে শিশুকে বিরত রাখতে হবে। শিশুকে ন্যায় অন্যায় শেখাতে হবে। শিশুকে মানবিক গুনাবলি সম্পন্ন করে গড়ে তুলতে হবে। শিশুকে তার মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষা দিতে হবে। অতিরিক্ত পড়ালেখার বোঝা চাপিয়ে দেয়া শিশুর জন্য ক্ষতির কারণ হতে পারে। সেক্ষেত্রে সকলকে সচেতন হবে হবে। শিশুদের সঠিক আলোর পথ দেখাতে পারলেই তারা বিশ^টাকে ভালো রাখবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন। এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সরল বড়–য়া সহ বিভিন্ন শ্রেনীর শিশু ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।