রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ ইং, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে চলন্তিকা সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

শরীয়তপুরে চলন্তিকা সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

শরীয়তপুরে চলন্তিকা সাহিত্য প্রতিযোগিতা ২০১৯ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শরীয়তপুর পৌরসভার সভাকক্ষে জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৫৪ জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে প্রখ্যাত কথাসাহিত্যিক আবু ইসাহাক ও কবি অতুল প্রসাদ সেন স্মরনে শরীয়তপুর জেলার ৬ উপজেলার মধ্যে ৫টি উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
অনুষ্ঠানে চলন্তিকা জেলার প্রধান উপদেষ্টা পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ছাবেদুর রহমান খোকা শিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন। প্রধান আলোচক ছিলেন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র প্রোগ্রাম অফিসার কবি মাহফুজ রিপন, আবৃত্তিকার কবি শেখ সাদী মারজান, চলন্তিকা সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শ ও মানবিক গুণসম্পন্ন মানুষ সৃষ্টিতে সৃজনশীল প্রতিভার বিকল্প নেই। তাই সাহিত্য চর্চার মাধ্যমে অন্তরের সেই সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে।
তারা বলেন, নানা কারণে দেশের তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণদের সেই পথ থেকে ফেরাতে হবে।


error: Content is protected !!