
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান খান এমপি শরীয়তপুরে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরির লক্ষ্যে নতুনভাবে তালিকায় অন্তর্ভূক্তির জন্য প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করেছেন। রোববার (১৩ অক্টোবর) দিনব্যাপী শরীয়তপুর সার্কিট হাউসে এই যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই বাছাই কার্যক্রমে শাজাহান খানের সাথে ছিলেন জামুকার পরিচালক (যুগ্ম সচিব) মো. ইদ্রিস আলী ও সহকারী পরিচালক কাজী মোহাম্মদ মাইনুদ্দিন। যাচাই বাছাই কার্যক্রমের এক পর্যায়ে সেখানে উপস্থিত হন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন অপু। তিনি শাজাহান খানের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহাসচিব মো. আলাউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ শিকদার, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।
শরীয়তপুর সদর, জাজিরা, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার ১০৫ জন মুক্তিযোদ্ধা দাবিদারকে যাচাই বাছাই করা হয়। এর মধ্যে অনেকে বাদ পড়েছেন। আর কিছু মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |