
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি” এই শ্লোগানে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শরীয়তপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন-উল-হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও সদর উপজেলা নিবাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারী সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।