Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আব্দুল মোমেন এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত, পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন থানা ফাঁড়ি থেকে ও পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার আব্দুল মোমেন সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারদের পুরস্কৃত করেন।
সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক, শ্রেষ্ঠ এসআই নড়িয়া থানার মো. আবুল কালাম, শ্রেষ্ঠ এএসআই নড়িয়া থানার কাউছার মিয়া, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার সন্তোষপুর ফাঁড়ির আইসি মোঃ আছলাম মিয়া।
বিশেষ পুরস্কারপ্রাপ্তরা হলেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম উদ্দিন ও সখিপুর থানার এসআই জয়নাল আবেদীন।