সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা কালাম তালুকদার বাংলাদেশ মেডিকেল কলেজে চিকিৎসাধীন

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা কালাম তালুকদার বাংলাদেশ মেডিকেল কলেজে চিকিৎসাধীন

আলহাজ্ব আবুল কালাম তালুকদারকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি। তিনি আলহাজ্ব আবুল কালাম তালুকদারের সার্বিক তদারকি করছেন বলে জানা যায়। আলহাজ্ব আবুল কালাম তালুকদার শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পালং উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক ছিলেন।
এ বিষয়ে আবুল কালাম তালুকদারের ভাতিজা ছাত্রদল নেতা রিংকু তালুকদার জানান, তিনি আমার বাবার সমতুল্য শ্রদ্ধেয় মেজো চাচা। তাকে এখন ল্যাবএইড হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি (আইসিইউ)’তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন। সবার নিকট তার জন্য দোয়া কামনা করেন তার ভাতিজা রিংকু তালুকদার। যাতে আল্লাহ তার প্রাণপ্রিয় চাচাকে তাদের মাঝে দ্রুত সুস্থ করে ফিরিয়ে আনেন।


error: Content is protected !!