Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী জখম

শরীয়তপুরে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী জখম

শরীয়তপুরে বখাটের ছুরিকাঘাতে সুরভী (১৩) নামে অষ্টম শ্রেনীর এক স্কুলছাত্রী গুরুতর জখম হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সদর উপজেলার বিলাসখান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী সুরভীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বখাটে রিফাতকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। সুরভী সদর উপজেলার দাসাত্তা গ্রামের আনোয়ার শেখের মেয়ে এবং পালং উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী।
পুলিশ, সুরভীর সহপাঠি ও স্থানীয়রা জানান, কানার বাজার এলাকার বখাটে রিফাত হোসেন (১৮) কিছুদিন যাবত স্কুলে আসা যাওয়ার পথে সুরভীকে প্রেমের প্রস্তাব সহ নানা ভাবে উত্যক্ত করে আসছিলো। আজকে দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বিলাশখান এলাকায় পৌছলে বখাটে রিফাত সুরভীকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে রিফাত ছুরি দিয়ে সুরভীকে কোপাতে থাকে। এ সময় সুরভী দৌড়ে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়লে সেখানে গিয়েও বখাটে সুরভীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় সুরভীর সহপাঠি ও আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে রিফাত দৌড়ে পালিয়ে যায়। পরে সহপাঠী ও স্থানীয় সুরভীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে রিফাতকে আটকের চেষ্টা করে। এদিকে সুরভীকে দেখতে সদর হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার। তিনি বলেন, বখাটে রিফাতকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে আটক করে আইনের আওতায় আনা হবে। এছাড়া সুরভীর স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হালিম সুরভীকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সুরভীর মা শাহানা বেগম বলেন, আমি অনেক কষ্ট করে আমার দুই মেয়েকে স্কুলে লেখাপড়া করাচ্ছি। বখাটে রিফাত কিছুদিন যাবত আমার মেয়ে সুরভীকে স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছে। আজকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটে রিফাত আমার মেয়েকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছে। আমি এর বিচার চাই।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, স্কুল ছাত্রী সুরভীর উপর হামলাকারী বখাটে রিফাতকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।