Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরবাসীর সহযোগিতা কামনা করলেন নবাগত পাসপোর্ট অফিসার শেখ মাহাবুর রহমান

শরীয়তপুরবাসীর সহযোগিতা কামনা করলেন নবাগত পাসপোর্ট অফিসার শেখ মাহাবুর রহমান

শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে নতুন যোগদানকৃত উপ-সহকারী পরিচালক শেখ মাহাবুর রহমান সম্পূর্ন হয়রানীমুক্ত পরিবেশে সন্তোষজনক গ্রাহক সেবা প্রদান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত ও শরীয়তপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে দৈনিক রুদ্রবার্তার কাছে তিনি অঙ্গিকার ব্যক্ত ও সহযোগিতা কামনা করেন।
শেখ মাহাবুর রহমান গত ৬ অক্টোবর শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপ-সহকারী পরিচালক পদে যোগদান করেন। এর আগে দীর্ঘ দেড় বছর ঝালকাঠি জেলায় দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে তিনি শরীয়তপুরে আগমন করেন।
খুলনার তেরোখাদা উপজেলার গহরডাঙ্গা গ্রামের মাওলানা শেখ মিজানুর রহমানের ছেলে শেখ মাহাবুর রহমান সরকারী নর্থ খুলনা ডিগ্রী কলেজ থেকে শিক্ষা সম্পন্ন করে ১৯৯২ সালে পাসপোর্ট অধিদপ্তরে চাকুরীতে যোগদান করেন। এরপর তিনি গাইবান্ধা, সাতক্ষিরা ও ঝালকাঠি জেলায় উপ-সহকারী পরিচালক পদে দক্ষতা ও সুনামের সথে দায়িত্ব পালন শেষে শরীয়তপুরে আগমন করেন। শেখ মাহাবুর রহমান শরীয়তপুরে যোগদান করে প্রথমে জেলা প্রশাসক কাজী আবু তাহের মহোদয়ের সাথে সাক্ষাত করেন। এ সময় তিনি অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসক এর দিক নির্দেশনা অনুযায়ী শরীয়তপুরে সেবা প্রত্যাশীদের সন্তোষজনক পরিবেশে ও সম্পূর্ন হয়রানীমুক্ত পরিবেশে সেবা প্রদানের অঙ্গিকার ব্যক্ত করেন।
শেখ মাহাবুর রহমান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, সেবার মাধ্যমে আমি শরীয়তপুর বাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করে যেতে চাই। আমি চাই শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস সম্পূর্ণ দালাল মুক্ত ও হয়রানী মুক্ত পরিবশে বজায় থাকুক। গ্রাহকদের হয়রানী বন্ধ করে সেবার মান বৃদ্ধির জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। এ জন্য আমি শরীয়তপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।