
ভেদরগরগঞ্জ উপজেলার সিরাজ সিকদার কলেজের সভাপতি হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। গত ১৬ অক্টোবর জাতীয় বিশ^বিদ্যালয় গাজীপুরের কলেজ পরিদর্শক ডা. মো. মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করার বিষয়টি জানানো হয়। সিরাজ সিকদার কলেজের অধক্ষ্য বরাবরে প্রেরিত ওই চিঠিতে বলা হয়, জাতীয় বিশ^বিদ্যালয় অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমুহের গভর্নিং বডি সংবিধি ২০১৯ এর ধারা ৭ অনুযায়ী গভনির্ং বডির বর্তমান সভাপতি আজহারুল ইসলাম এর মনোনয়ন পরিবর্তন পূর্বক তদস্থলে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ভেদরগঞ্জকে মনোনয়ন দেওয়া হলো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ তার ফেসবুকে লেখেন, মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এর নির্দেশনা মোতাবেক সিরাজ শিকদার কলেজের সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। কলেজের শিক্ষার সার্বিক মান উন্নোয়নে সর্বোচ্চ ভূমিকা পালন করা হবে। ধন্যবাদ, মাননীয় উপমন্ত্রী মহোদয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |