
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে রবিউল ইসলাম (৭) ও জুবায়ের (৬) নামে দুই শশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার সখিপুর থানার চরভাগাই উনিয়নের উত্তর পেদা কান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রবিউল ওই গ্রামের ইসমাইল সরদারের ছেলে ও জুবায়ের একই গ্রামের রফিক বেপারীর ছেলে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, একই গ্রামের হলেও তাদের দু’জনের বাড়ি কিছুটা দূরত্বে। দু’একদিন আগে মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে এসেছিল জুবায়ের। বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে মামাতো-ফুফাতো ভাই মিলে বাড়ির পাশে খেলতেছিল। খেলতে খেলতে কখন তারা বাড়ির পাশের ডোবার মধ্যে পড়ে তলিয়ে যায় তা কেউ টের পায়নি। এক পর্যায়ে পরিবারের লোকজন খোঁজাখুজির পর ডোবা থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশের পক্ষ থেকে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |