শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়

শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়

রবিবার ২০ অক্টোবর সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো.আল মামুন শিকদার, সিভিল সার্জন খলিলুর রহমান, জেলা পরিষদ প্রধান নির্বাহী পক্ষে সুখদেব বিশ্বাস (সহকারী পৌকৌশলী), শরীয়তপুর সরকারী কলেজ অধ্যাক্ষ শহিদুল ইসলাম, সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজ অধ্যাক্ষ রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আমির হামজা, গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী শাজাহান মিয়া, এলইজিডি নির্বাহী আনন্দ কুমার ঘোষ, সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো.অহিদুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগ উপপরিচালক মো.সোহেল পারভেজ, জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৃদুল, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী প্রবীর কৃষ্ণ সরকার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সহকারী প্রকৌশলী মো.জাহাঙ্গীর হোসেন,জেলা খাদ্য নিয়ন্ত্রক তাহমিদুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তরুণ কুমার রায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, জেলা শিক্ষা অফিসার বিএম আসাদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শরীয়তপুর পল্লি বিদুৎ সমিতি জেনারেল ম্যানেজার সোহরাব আলী বিশ্বাস, ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী মো.ইদ্রিস আলী মোল্লা, যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক একেএম হুশিয়ার, সমাজ সেবা অধিদপ্তর উপপরিচালক মো.কামাল হোসেন, বিআরডিবি উপপরিচালক কল্লোল সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মহবুবুর রহমান শেখ, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো.জাহিদুল ইসলাম, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তি রুপা রায়, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ, ডামুড্য উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিন, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো.আলমগীর হুসাইন প্রমুখ।

সভার সভাপতি ও জেলা প্রশাসক কাজী আবু তাহের উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সকলকে উন্নয়ন সম্ভাবনা বিষয়ে তৎপর হতে হবে। সমস্যা চিহ্নিত করে স্ব-স্ব মন্ত্রনালয়কে অবগত করতে হবে। শরীয়তপুর জেলা দেশের ৬৪তম জেলা হয়ে আর থাকবে না, উন্নয়নের দিক থেকে শরীয়তপুর জেলা হবে দেশের উন্নত ১০টি জেলার ১টি”। জেলার উন্নয়নের জন্য নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করে যেতে হবে।


error: Content is protected !!