
ডামুড্যায় এক কিশোরীকে উত্যক্ত করায় মামুন বেপারী (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ মামুন বেপারী ওই গ্রামের জলিল বেপারীর ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা জলিল পেবারী ৭ জনকে আসামী করে ডামুড্যা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় সাহেব আলী মাল ও তার ভাই বিল্লাল মাল কে আটক করেছে ডামুড্যা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ গ্রামের সাহেব আলী মালের মেয়ে সম্পা আক্তার (১৪) কে একই গ্রামের জলিল বেপারীর ছেলে মামুন বেপারী দীর্ঘদিন যাবৎ কু-প্রস্তাব ও উত্যক্ত আসছে বলে অভিযোগ রয়েছে।
সোমবার বিকেলে সম্পা বাড়ির সামনে গেলে মামুন আবার কু-প্রস্তাব এবং জড়িয়ে ধরার চেষ্টা করে। এ ঘটনা সম্পা তার বাবা সাহেব আলীর কাছে জানায়। সাহেব আলি মামুনের বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রতিবাদ করলে দু’জনের মধ্যে বাক বিতন্ডা হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে সাহেব আলী মামুন বেপারীকে পেটে ছুরিকাঘাত করে। মামুন আহত অবস্থায় ঘর থেকে দা এনে সাহেব আলী মাল ও তার ভাই বিল্লাল মালকে কুপিয়ে আহত করে। মামুনকে স্থানীয় লোকজন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে। আমরা দুই জনকে গ্রেফতার করেছি। বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |