Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

পদ্মা নদী থেকে আরও ৩ জেলের মরদেহ উদ্ধার

পদ্মা নদী থেকে আরও ৩ জেলের মরদেহ উদ্ধার

শরীয়তপুরে জাজিরায় পদ্মা নদীতে দুটি স্পীডবোটের সংঘর্ষের ঘটনায় আরও ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যায় জাজিরার বড়কান্দি এলাকার পদ্মা নদী থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।

এরা হচ্ছেন জাজিরার পূর্বনাওডোবা গ্রামের আব্দুুল মান্নান (৫৫), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাচ্চু মাদবর (৩৫) ও ভোলার মনপুরা উপজেলার নিয়াজ উদ্দিন (৩৫)।

জানা যায়, গত বুধবার জাজিরা উপ‌জেলার পা‌লেচ‌রের ঝিনু মার্কেট এলাকার পদ্মা নদী‌তে ইলিশ মাছ ধরার সময় দুইটি স্পীডবোটের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জেলে স্বপন মোল্যা (৩৫) নিহত হন। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মান্নান বেপারি নামে এক জন নিখোঁজ থাকার কথা নিশ্চিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার বিকাল ও সন্ধ্যায় জাজিরার বড়কান্দি এলাকা থেকে আব্দুল মান্নান, বাচ্চু মাদবর ও নিয়াজ উদ্দীন নামে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

জাজিরা থানার ওসি বেলায়েত হোসেন বলেন, স্পীডবোটের সংঘর্ষের ঘটনায় আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আর কেউ নিখোঁজ আছে কিনা আমরা নিশ্চিত নই।