
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ণশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সখিপুরের ইয়াকুব আলী বেপারীর কান্দিতে ৩৩/১১ কেভী ১০ এমভিএ ইনডোর টাইপ বিদ্যুৎ উপকেন্দ্রের শুভ উদ্বোধন করলেন, প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।
শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ সোহরাব আলী বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার, ভেদরগঞ্জ উপজেলা সভাপতি ও চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ, সখিপুর থানা অফিসার ইনচার্জ এনামুল হক এনাম। এছাড়াও ভেদরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের উপস্থাপনায় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপমন্ত্রী বলেন, আওয়ামীলীগ ও শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিদ্যুতের উন্নয়ন হয়, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়, ব্রিজ-সেতু-কালভার্টের উন্নয়ন তথা দেশের উন্নয়ন হয়। আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে শরীয়তপুরের উন্নয়ন হয় না। সখিপুরে ৩৩/১১ কেভী ১০ এমভিএ ইনডোর টাইপ বিদ্যুৎ উপকেন্দ্রের শুভ উদ্বোধনের মাধ্যমে এদেশের মানুষের ১০০% বিদ্যুতের চাহিদা পুরা হবে। এছাড়া এ উন্নয়নের মাধ্যমে শিল্প-কারখানাসহ কৃষি সেক্টরে ব্যাপক উন্নতি লাভ করবে।