
২ নভেম্বর শনিবার শরীয়তপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলা ও উপজেলা কর্মকর্তাদের সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন। উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, শরীয়তপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হোসিয়ার রহমান, অনুষ্ঠানে সচিব মোঃ আখতার হোসেন বলেন, বেকার যুবক যুবমহিলাদের আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ দিয়ে তাদের কে সাবলম্বি করে গড়ে তুলতে হবে। দেশ থেকে সন্ত্রাস, মাদক ও দূর্ণীতি পরিহার করতে যুব সমাজকে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুব মহিলাদের স্বল্পসুদে ঋণ প্রদানের সু-ব্যবস্থা করতে হবে। যুব অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ ভাতার সু-ব্যবস্থা করা প্রয়োজন ও দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জরুরী ভিত্তিতে শূন্যপদে লোক নিয়োগ করা প্রয়োজন। এসব বিষয়গুলো নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করে যাচ্ছেন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সকলকেই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া জন্য আহবান জানান। পহেলা নভেম্বর শুক্রবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন তার নিজ উপজেলা গোসাইরহাটের আলাওলপুরে তার নিজ বাসবভনে তার পিতা মাতার কবর জিয়ারত করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মিলাদ ও দোয়া মহফিলে যোগদান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, আলাওলপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, কুচাইপট্টি ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আবুল বাসার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজমুল ইসলাম ও গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান প্রমুখ।