Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর সদর শাখায় পূবালী ব্যাংকের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীয়তপুর সদর শাখায় পূবালী ব্যাংকের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীয়তপুর সদর শাখায় কেক কেটে পূবালী ব্যাংকের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ৪ নভেম্বর সোমবার বেলা ১২টায় শরীয়তপুর সদর শাখা পূবালী ব্যাংকে কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শরীয়তপুর সদর শাখা পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক এ কে এম আ: রকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার ইসমাইল হোসেন, পূবালী ব্যাংকের গ্রাহক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র হোসেন মোঃ আলমগীর, পালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব সুলতান মুন্সী, মজিবুর রহমান মোল্লা, মোঃ শামীম সরদার, হাফিজউদ্দিন বেপারী মরণ, নিপুল কৃষ্ণ মালে, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, রাজু মাঝী, চঞ্চল শিকদার, রিংকু তালুকদারসহ অনেকে।
পূবালী ব্যাংকের স্টাফদের মধ্যে ইমরান হোসেন, খন্দকার মোস্তাক, দেবব্রত সধু, মজনু বিশ্বাস, আশিকুল ইসলাম, শাহিদুজ্জামান চৌধুরী, নুরুল আমিন, রওনক জাহান, রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি এ কে এম আ: রকিব বলেন, আমাদের ব্যাংক পুরাতন ব্যাংক। এ ব্যাংকের বর্তমান অবস্থান বাংলাদেশের মধ্যে দ্বিতীয়। আগামীতে কীভাবে আরও ভালোভাবে গ্রাহককে উত্তম সেবা দেওয়া যায়, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্যাংকটি।