
শরীয়তপুর জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন,পিপিএম “সড়ক পরিবহন আইন-২০১৮” এর বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন যানবাহনের চালকদের লিফলেট বিতরণ করেন।
৪ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইন্স এর সামনে রাস্তায় দাড়িয়ে যানবাহন চালকদের মাঝে নতুন আইন সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) তানভীর হায়দার শাওন। যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মোঃ জামাল হোসেন মীর, পুলিশ লাইন্স’র আরআই মোঃ সিরাজুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও অন্যান্য ব্যক্তিবর্গ।