
শরীয়তপুর জেলা তাবলীগের আঞ্চলিক ইজতেমা মাঠ পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বৃহস্পতিবার (আজ) বিকেল সাড়ে ৪ টায় বুড়িরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য শরীয়তপুর জেলা তাবলীগের আঞ্চলিক ইজতেমার সার্বিক অবস্থা নিরীক্ষণের জন্য জেলা প্রশাসক এ পরিদর্শণ করেন।
পরিদর্শণকালে জেলা প্রশাসক বলেন, যেহেতু এই ইজতেমায় শরীয়তপুরের সর্বস্তরের মুসল্লি অংশগ্রহণ করবেন ও তাবলীগের একটি প্রতিপক্ষ আছে এজন্য ইজতেমা কর্তৃপক্ষের যেমন দায়িত্ব পালন করতে হবে, তেমনি আমরাও প্রশাসন নিয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করবো। তবে আমরা যেভাবে আপনাদের নিরাপত্তার বিষয়ে ব্রিফিং দিব, সেভাবে আমাদের সাহায্য করতে হবে। তা না হলে কোন সমস্যা হলে আমরা সবাই ক্ষতিগ্রস্থ হবো।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল ইসলাম, শরীয়তপুর জেলা জিপি এডভোকেট আলমগীর হোসেন মুন্সী, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলামউদ্দিন, জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ আজহারুল ইসলাম, পালং মডেল থানার ওসি (অপারেশন) আশরাফুল ইসলাম ও তাবলীগের মুরুব্বীগণসহ ইজতেমায় আগত মুসল্লী প্রমূখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |