Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা সরকারি গণগ্রন্থাগারে “টয় ব্রিকস” কার্যক্রম উদ্বোধন

শরীয়তপুরে ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা সরকারি গণগ্রন্থাগারে “টয় ব্রিকস” কার্যক্রম উদ্বোধন

শরীয়তপুরে ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা সরকারি গণগ্রন্থাগারে “টয় ব্রিকস” কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়। ৪ নভেম্বর সোমবার সকাল ১০ টা ৩০ মিনিটে ভাষা সৈনিক ডা: গোলাম মাওলা সরকারি গণগ্রন্থাগারে লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রধান হিসেবে উপস্থিত থেকে “টয় ব্রিকস” কার্যক্রম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় ব্রিটিশ কাউন্সিল ও গণগ্রন্থাগার অধিদপ্তর এর যৌথ উদ্যোগে ‘‘লাইব্রেরিজ আনলিমিটেড’’ প্রকল্পের যৌথ উদ্যোগে জেলা সরকারি গণগ্রন্থাগারে প্রায় ১১ হাজার পিস টয় ব্রিকস দেয়া হয়।
এখন প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৩ টা ৩০ মিনিট হতে বিকাল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৬-১৪ বছর বয়সী বাচ্চারা গণগ্রন্থাগারের পাঠকক্ষে শিশু কর্নারে টয় ব্রিকস নিয়ে খেলতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাচ্চারা ছয়টি অধিবেশনে টয় ব্রিকস নিয়ে খেলার সুযোগ পায়। অধিবেশন- ১ : ইচ্ছেমতো গড়ি, অধিবেশন- ২ : আইডিয়া কার্ড দেখে গড়ি, অধিবেশন- ৩ : বাস্তব জিনিসের ছবি দেখে গড়ি, অধিবেশন- ৪ : গল্প শুনি, কল্পনা করি, গড়ি, অধিবেশন- ৫ : পড়ি, ভাবি, গড়ি, অধিবেশন- ৬ : নিজে গল্প লেখো, খেলনা ব্রিকস দিয়ে গল্পটার একটা ছবি বানাও। সবশেষে মধ্যাহ্নভোজের পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী আবু তাহের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে সরকার শিশুদের কল্পনাকে বাস্তবে রূপ দেয়া এবং সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ করে দিয়েছে। আয়োজিত ছয়টি অধিবেশনের প্রত্যেক জায়গাতে কমন একটি শব্দ রয়েছে “গড়ি”, শিশুদেরকেই গড়তে হবে। শিশুরা ভবিষ্যতে যেমন তাদের সুন্দর জীবন গড়বে, ঠিক তেমনি হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নিয়ে ভবিষ্যত বাংলাদেশকে গড়বে। নতুন কিছু গড়ার মাধ্যমে শিশুদের চিন্তা শক্তি বিকশিত হবে এক নতুন মাত্রায়, যা দিয়ে তারা গড়বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।