
সদ্য জারি করা নতুন সড়ক পরিবহন আইন-২০১৯ কার্যকর করার লক্ষ্যে সখিপুর থানাধীন পরিবহন শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছে সখিপুর থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১০ টায় সখিপুর থানা চত্ত্বরে এ সভার আয়োজন করা হয়।
এ সময় সখিপুর থানাধীন ৯টি ইউনিয়নের শত শত পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন। সভায় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে সকলকে অবগত করেন এবং সবাইকে আইন মেনে চলার জন্য অনুরোধ জানান।