বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

দক্ষিণ বালুচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

দক্ষিণ বালুচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

শরীয়তপুর সদর উপজেলার ৫৯ নং দক্ষিণ বালুচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ইং সনের ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান ১৩ই নভেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ লিটন খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার হামিদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল হক বলেন, একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে প্রাথমিক সমাপনী পরীক্ষা তার গোটা শিক্ষাজীবনের শিকড়। তাই এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় তোমরা তোমাদের সকল প্রকার হতাশাকে পিছু ঠেলে সাহসিকতার সাথে তোমাদের যোগ্যতার প্রমাণ দিবে। এটাই আমরা তোমাদের কাছে আশা করি। আর সম্ভাবনাময় একটি জীবন গড়ার মাধ্যমে তোমরাই হতে পারবে আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার একেকজন কারিগর।
এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি অনিক ঘোটক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুস সামাদ বেপারি, বিশিষ্ট সমাজসেবক আঃ মালেক তালুকদার, মোঃ হাসান আলী মৃধা, মোঃ জাফর খান কালাম।
এছাড়া আরো আলোচনা রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোর্শেদা বেগম, উম্মে সালমা, লিপি রাণী মিস্ত্রী, ফারহানা নাসরিন, নাসরিন সুলতানা, রিমা আক্তার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তায়িবা আক্তার শিফা মনি। মানপত্র পাঠ করেন চতুর্থ শ্রেনীর ছাত্র আরেফিন সারোয়ার সূর্য।
সবশেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত শেষে অনুষ্ঠানে আগতদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


error: Content is protected !!