মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে ঈদ এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুসে সুরেশ্বর দরবারের ভক্তদের অংশগ্রহণ

শরীয়তপুরে ঈদ এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুসে সুরেশ্বর দরবারের ভক্তদের অংশগ্রহণ

শরীয়তপুরে ঈদ এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঈদ এ মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে শরীয়তপুর পৌরসভার সামন থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এদিকে শরীয়তপুরের নড়িয়ার মহান সুরেশ্বর দরবার শরীফের খলিফা মো: শফিকুল ইসলাম সুরেশ্বরী’র নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন, মাওলানা মোতালেব, রঞ্জু খান, গোলাম মাওলা, আতাউর রহমান সরদার, রহিম বেপারী, কামাল চৌকিদার, আলতাফ হোসেন খান, আলী আজগর বেপারী, খোকন মোল্যা প্রমূখ।
উল্লেখ্য, শরীয়তপুরে ঈদ এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুস উপলক্ষে ঈদ এ মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি শরীয়তপুর জেলা শাখার আহবায়ক ও কাগদীর পীর সাহেব আল্লামা আলহাজ্ব মাওলানা নেছার আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ঈদ এ মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি শরীয়তপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইমামে রাব্বানী দরবার শরীফের আল্লামা গাজী মোঃ ফারুক আবেদী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ঈদ এ মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা ও বিশ্ব ছাবের মঞ্জিল কার্তিকপুরের মোক্তার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুরেশ্বর দরবারের খলিফা মো: শফিকুল ইসলাম, ঢাকার নারিন্দা মুশুরী খোলা দরবারের আনোয়ার হোসেন ও মোয়াজ্জেম মাস্টার, ইদিলপুর দরবারের মহাবুব শাহ, পন্ডিতসার দরবারের মোয়াজ্জেম, আজমীর শরীফের নুন্নু পাগল সহ বিভিন্ন দরবারের পীর সাহেব, খাদেম ও ভক্তবৃন্দ।


error: Content is protected !!