মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুর সদর হাসপাতাল দালালমুক্ত করতে উপজেলা নির্বাহীর অভিযান অব্যাহত

শরীয়তপুর সদর হাসপাতাল দালালমুক্ত করতে উপজেলা নির্বাহীর অভিযান অব্যাহত

দীর্ঘদিন ধরে ক্লিনিকের দালালদের কাছে জিম্মি শরীয়তপুর সদর হাসপাতাল। জিম্মিদশা থেকে শরীয়তপুর সদর হাসপাতালকে দালাল মুক্ত করতে উপজেলা নির্বাহীর অভিযান অব্যাহত রয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান শেখের প্রচেষ্টায় মঙ্গলবার হাসপাতালে দেখা যায়নি কোনো দালাল। প্রতিদিন চলবে এই অভিযান।
মঙ্গলবার (১৯ নভেম্বর) শরীয়তপুর সদর হাসপাতালে অভিযানে এসে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান শেখ বলেন, জেলার দূরদূরান্ত থেকে জেলার সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসেন রোগীরা। হাসপাতালে এসেই রোগীরা পরেন দালালদের খপ্পরে। চিকিৎসকরা রোগীদের কিছু পরীক্ষা দিলেই হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা থাকলেও দালালরা রোগীদের নিয়ে যায় ক্লিনিকে। হাসপাতালে এসে রোগীরা যাতে কোনো প্রতারণার শিকার না হয় সে জন্য দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


error: Content is protected !!