বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে তারেক রহমানের ৫৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শরীয়তপুরে তারেক রহমানের ৫৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকালে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোফাজ্জেল হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মহিউদ্দিন বাদল ও জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মনির হোসেন মাঝি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, আমান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার, এ্যাড. লোকমান, মিজানুর রহমান ঢালী, জাহিদ হোসেন মান্নান, আনোয়ার হোসেন আকন্দ, কামাল হোসেন ঢালী, বাচ্চু চৌধুরী, জাজিরা যুবদল সভাপতি আলমগীর হোসেন, বাদশা চোকদার, রিপন হাওলাদার, মেহেদী হাচান মাদবর, সুমন আকন, স্বপন বেপারী প্রমূখ।


error: Content is protected !!