বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে সিএনজি চালিত অটোরিকসার নিবন্ধন পাওয়ায় ডিসি-এসপিকে ফুলের শুভেচ্ছা

শরীয়তপুরে সিএনজি চালিত অটোরিকসার নিবন্ধন পাওয়ায় ডিসি-এসপিকে ফুলের শুভেচ্ছা

শরীয়তপুরে সিএনজি চালিত অটোরিকসার নিবন্ধন পাওয়ায় শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) কাজী আবু তাহের ও পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা সিএনজি অটোরিকসা শ্রমিক ইউনিয়ন। গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার তাদের এ ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা সিএনজি অটোরিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রোকন, সাধারণ সম্পাদক খান এ মামুন (রুবেল)সহ অন্যান্য সদস্যবৃন্দ।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফরিদপুর শ্রম দপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম শরীয়তপুর জেলা সিএনজি চালিত অটোরিকসার নিবন্ধন দেন। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১৮৯ এবং বিধি ১৭২(২) অনুযায়ী ট্রেড ইউনিয়ন/ফেডারেশন/কনফেডারেশন হিসেবে এ নিবন্ধন দেন। যার রেজিস্ট্রেশন নম্বর ফরিদপুর/০৫।


error: Content is protected !!