শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুর বিডি ক্লিন-এর উদ্যোগে ১ম সদস্য সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুর বিডি ক্লিন-এর উদ্যোগে ১ম সদস্য সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা বিডি ক্লিন-এর উদ্যোগে ২২ নভেম্বর শুক্রবার শরীয়তপুর চিকন্দী ফুডপার্কে সকাল সাড়ে ১০টায় ১ম সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিডি ক্লিন-এর সমন্বয়ক এডভোকেট মাসুদুর রহমান। সহ-সমন্বয়ক হাসান মাসুদ খানের সঞ্চালনায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, আইটি ইয়ামিন ওয়েলকাম মনিটর রাসেল বেপারী, সোনিয়া, ফাহাদ, মুরাদ, হাসান নিশাদ। এছাড়া উপস্থিত ছিলেন বিডি ক্লিন-এর সদস্যবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শরীয়তপুর জেলা বিডি ক্লিন-এর সমন্বয়ক এডভোকেট মাসুদুর রহমান বলেন, আমাদের বিডি ক্লিন-এর কার্যক্রম দেখে সবাই যেন সচেতন হতে পারে, সবাই যেন উদ্বুদ্ধ হতে পারে সেভাবে সকল সদস্যকে কাজ করতে হবে। ইতিমধ্যে, আমাদের সংগঠন জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে মডেল হয়ে দাড়িয়েছে। সকল ডিপার্টমেন্ট আমাদের সংগঠনকে অনুসরণ করছে। এজন্য আমাদের নিজেদের বিডি ক্লিন-এর কাজ জেলার সকল স্থানে পৌঁছে দিতে হবে।
উল্লেখ্য, বিডি ক্লিন-এর উদ্দেশ্য হচ্ছে, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে শহরকে পরিচ্ছন্ন রাখা এবং মানুষকে উদ্বুদ্ধ করা। যাতে করে ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে, ডাস্টমিন ব্যবহারে উদ্বুদ্ধ হয় এবং প্রতি শুক্রবার বিডি ক্লিন-এর কাজে অংশগ্রহণ করা।


error: Content is protected !!