
রবিবার (২৪ নভেম্বর) বিকালে বাংলাদেশ আওয়মী মৎস্যজীবী লীগ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ নভেম্বর শুক্রবার জাতীয় সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে সংগঠনের জেলা আহ্বায়ক এফ রহমান রূপকের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতা কর্মী নিয়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে ডিসি কোর্ট হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আনসার ক্যাম্পে এসে সমাপ্তি করে।
এতে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক আহম্মেদ মোল্লা, মোঃ শফিকুল ইসলাম, নাসির দেওয়ান, সদস্য মোঃ আলী মুবিন, মোস্তফা রাড়ী, সালেহ আহমেদ বাবু শেখ, মোঃ মুনসুর খান, নিপা আক্তারসহ জেলার নেতৃবৃন্দ।
অন্যদের মধ্যে অংশ নেন, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আহ্বায়ক মোঃ ইকবাল হোসাইন, শরীয়তপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সদস্য সচিব সামিনা ইয়াসমিন, যুব নেত্রী পান্না খান, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগ নেতা সাকিবুল ইসলাম ও মোঃ হাকিম শিকদার প্রমূখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |