
শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে স্বাস্থ্য সেবার মান ও দেশের উন্নয়ন হয়। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আজ দেশের মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছেন। তাই আজ ইউনিয়ন পর্যায়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হচ্ছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শণ ও পূর্ব ডামুড্যা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণের জমি পরিদর্শণ শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নাহিম রাজ্জাক আরো বলেন, দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সহচর আমার বাবা মরহুম আব্দুর রাজ্জাকের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি কাজ করে যাবো। কোথায় কি উন্নয়ন করা দরকার আপনারা আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো।
মতবিনিময় শেষে পূর্ব ডামুড্যা মিনি স্টেডিয়ামের জমি পরিদর্শণ, কনেশ্বর মডেল মসজিদের কাজের উদ্বোধন ও ধানকাঠি ইউনিয়নে আব্দুর রাজ্জাক ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কাজ পরিদর্শণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈদ, ডামুড্যা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, উপজেলা আওয়মীলীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি বি,এম সাত্তার, প্রচার সম্পাদক ফারুক আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুন প্রিন্স শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর, সাধরণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসান নাহিদ প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |