
শরীয়তপুরে ২৭ নভেম্বর বুধবার বেলা ১১ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এসডিএফ-এর আয়োজনে ও সীমান্তিক কর্তৃক বাস্তবায়িত পুষ্টি সচেতনতা ও সহায়তা সেবা (এনজেএলআইপি) জেলা পুষ্টি সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
ডা: খলিলুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী, সদর উপজেলা নির্বাহি অফিসার মাহাবুর রহমান শেখ, গোসাইরহাট উপজেলা নির্বাহি অফিসার আলমগীর হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সোবহান, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ হাফিজুর রহমান মিয়া, শরীয়তপুর সিভিল সার্জন অফিসের ডাক্তার জাকির হোসেন ও ডাক্তার শাহিনুর নাজিয়া।
সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, এসডিএফ এর জেলা ব্যবস্থাপক মোঃ আবুল হোসাইন, সীমান্তিক এর টিম লিডার আল মামুনসহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, আমাদের শুধু মানুষকে স্বাস্থ্য সচেতন করলেই হবে না, তার পাশাপাশি সহায়তা সেবাও প্রদান করতে হবে। কারন, মানুষকে আমরা যখন স্বাস্থ্য সচেতনতার কথা বলি, তখন কিন্তু আর্থিকভাবে সহায়তা সেবা দিতে না পারায়, মানুষ স্বাস্থ্য সচেতন হোন না। যেহেতু এসডিএফ ও সীমান্তিক স্বাস্থ্যসেবা ও পুষ্টিহীনতা দূরীকরণ ও সহায়তা সেবা প্রোগ্রাম নিয়ে কাজ করছে, এদের তদারকি ও সাহায্য করা আমাদের সকলের একান্ত দায়িত্ব।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |