বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে এসডিএস এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস

শরীয়তপুরে এসডিএস এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস

১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রতি বছর একটি নির্দিষ্ট বিষয়কে প্রতিপাদ্য করে সারা বিশ্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপিত হয়।
“নারী ও শিশু ধর্ষন এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ১৬ দিনের এই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রথম দিবসে এসডিএস গার্ল পাওয়ার কর্মসুচি পরিচালিত আলোচনা সভা ও শপথ গ্রহনের মাধ্যমে ১৬ দিনের ক্যাম্পেইনের শুভ সূচনা হয়।
২৭ নভেম্বর (আজ) বিকাল ৩ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নারী ও শিশুর প্রতি যে কোন ধরনের সহিংসতার বিরূদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ ডিসেম্বর পর্যন্ত উঠান বৈঠক, বাড়ি বাড়ি ক্যাম্পেইন ও রোকেয়া দিবস, মানবাধিকার দিবস উদযাপন সহ বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়েছে।
এ সকল কর্মসুচিতে পাশে থাকার জন্য মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি প্রচারাভিযানকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।


error: Content is protected !!