
শরীয়তপুরে প্রবাসী স্ত্রীকে অজ্ঞান করে ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার ব্যাগসহ ছিনতাই করে নিয়ে যায় অজ্ঞানপার্টির সদস্য। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় শরীয়তপুর জেলা সদরের পালং বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী শরীয়তপুর সদর উপজেলার বেড়াচিকন্দী গ্রামের ছায়েদ কোটারীর স্ত্রী আয়শা বেগম(৪০)কে পালং বাজারের গৌরনদী মিষ্টির দোকানের সামনে সড়ক থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
আয়শা বেগমের ছেলে রিফাত জানান যে, টাকার করনেই মায়ের এ ঘটনা ঘটতে পারে। শরীয়তপুর সদরের ন্যাশনাল ব্যাংক থেকে তার মা ৩ লাখ টাকা উঠিয়েছে। তার পরিহিত স্বর্ণালংকার ও সাথে ব্যাগ ছিলো তা হয়তো অজ্ঞানপার্টি নিয়ে গেছে।
ছায়েদ কোটারীর আত্মীয় মজিবুর রহমান জমাদ্দার জানান যে, বাজারে মানুষের ভিড়াভিড়ি দেখে ওখানে যাই, গিয়ে দেখি তাদের আত্মীয় আয়শা বেগম বেহুশ অবস্থায় পড়ে আছে। আয়শা বেগমকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে বাজারের মানুষ ও আমি আয়শা বেগমকে ধরাধরি করে অটোযোগে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসি। তার দুই হাতে ও গলায় আচরের চিহ্ন দেখতে পাওয়া গেছে। কে বা কারা আয়শা বেগমের থেকে ছিনতাই করেছে, তা বাজারের কেউ দেখেনি।
পালং মডেল থানার এসআই রবিউল প্রাথামিক ধারনায় জানান, প্রবাসীর স্ত্রীর টাকা ছিনতাইর উদ্দেশ্যে দুস্কৃতকারী তার পিছু নেয়। তাকে গাড়ি বা অটোতেই অজ্ঞান করে বাজার সংলগ্ন রাজগঞ্জ ব্রীজে নিকট গৌরনদী মিষ্টির দোকানের সামনে সড়ক নামিয়ে রেখে যায়। এ ব্যাপারে তাদের পরিবারের নিকট থেকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।
পালং মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলমকে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি কিন্তু কোন অভিযোগ দায়ের করেনি কেউ। ঘটনার বিষয়টি জানার সাথে সাথে থানার এসআই রবিউলকে পাঠাই এবং তাদের পরিবারের নিকট থেকে অভিযোগ চাওয়া হয়েছে অভিযোগ করলে ব্যবস্থা নিব।