
শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদারকরন ও বিভিন্ন সমস্যা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৬ নভেম্বর শরীয়তপুর পৌরসভার আয়োজনে পৌরসভা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ, পৌরসভার সচিব এনামুল হোসেন, প্যানেল মেয়র হোসেন আলমগীর মৃধা, কাউন্সিলর আব্দুর রাজ্জাক ও অন্যান্য কাউন্সিলরগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আবু তাহের বলেন, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার ভূমিকা অপরিসীম। পৌরসভার উদ্যোগেই শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। আমরা যদি দেশের উন্নয়ন প্রস্ফুটিত করতে চাই, তাহলে শহর উন্নয়নের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা একান্ত জরুরী।
কাজী আবু তাহের আরও বলেন, গুজব এমনিতেই অকার্যকর হয়ে যাবে। এদেশের মানুষ বুঝে ফেলছে কোনটা গুজব আর কোনটা সত্য। বাংলাদেশে এখন আর গুজব চলবে না। শরীয়তপুর জেলায় পদ্মা সেতু হয়ে গেলে এবং জাজিরায় ইপিজেড হলে আগামী দুই বছর পরে শরীয়তপুরের চিত্র পাল্টে যাবে।
তিনি বলেন, পদ্মা সেতু চালু হয়ে গেলে, পদ্মা সেতু দেখার জন্য সারাদেশ থেকে মানুষ আসবে। আর শরীয়তপুরে এত বেশি কল-কারখানা হবে শরীয়তপুরে জায়গা জমি কেনার জন্য তখন কেউ জায়গা জমি পাবে না। শরীয়তপুরে কোনো বেকার সমস্যা থাকবে না। শরীয়তপুর হবে বাংলাদেশের প্রথম দশটি জেলার একটি জেলা। শরীয়তপুর জেলা পিছিয়ে থাকার কোনো কারণ নেই আগামী দুই বছর পরে আপনারা ভিন্ন শরীয়তপুর দেখতে পাবেন। ইনশাল্লাহ শরীয়তপুর জেলা আরো দ্রুতগতিতে এগিয়ে যাবে।
জেলা প্রশাসক বলেন, আমি আপনাদের সবাইকে সচেতন হওয়া এবং সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের সঙ্গে মতবিনিময় করতে আসছি এটা একটি জরুরি মিটিং। আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের কৃষি সমস্যা আছে। এ শরীয়তপুরবাসী যারা শহরে বসবাস করে তাদের কি কি সমস্যা আছে এটি আমার জানা প্রয়োজন রয়েছে। আমি পরিশ্রান্ত হলেও আমি এসেছি এটা আমি গুরুত্ব দিয়েছি এটা আমার জানার দরকার আছে আমি ইনশাল্লাহ এটুকু কথা দিতে পারি আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যে যে সমস্যাগুলো শুনেছি সে সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবো। আপনারা আপনাদের নিজেদের বিবেককে জাগ্রত করে আমি যে কাজটা করছি এ কাজটা ঠিক কিনা অন্য আর দশজনের সমস্যা করছে কিনা যাতে আমি নিজে এটা না করি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |