মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

শরীয়তপুরে বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

“এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব এইডস দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১লা ডিসেম্বর রবিবার শরীয়তপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে বিভিন্ন এনজিও’র সহযোগিতায় সকাল ১০ টায় শহীদ মিনার থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সম্মেলন কক্ষে আলোচনার মাধ্যমে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের।
শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডা. খলিলুর রহমান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর জেলা বি এম এ শাখার সভাপতি ডা. মনিরুল ইসলাম, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহমদ খান। সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমানের সঞ্চালনায় শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ সোবহান, জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ কামাল হোসেন, পালং মডেল থানা ওসি(অপারেশন) আশরাফুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, আমাদের হিউমেন সাইকোলজির পরিবর্তন আনতে হবে। মানুষ যেমন সৃষ্টির সেরা জীব, কিন্তু কিছু সময় তেমনি সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম হয়ে যায়। মানুষের এরূপ পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। এ পরিবর্তনকে উৎকৃষ্টতম পর্যায়ে পদার্পণ করতে সচেতনতা প্রোগ্রাম চলছে। যেখানে চলছে সেখানে সচেতন হচ্ছে, আর যেখানে এ সচেতন প্রোগ্রাম চলছে না, সেখানে মানুষ সচেতন হচ্ছে না। আর যারা সচেতন হচ্ছে না, তারাই বিভিন্ন অন্যায় কাজ করে স্বাস্থ্যহীনতায় ভুগছেন। এজন্য আমাদের বেশি বেশি সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন কঠিন রোগ, যেমন-এইডস থেকে মুক্ত থাকতে পারি।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, আমাদের সকলের স্বাস্থ্য সচেতন হতে হবে, মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে। ব্যবহৃত সিরিঞ্জ দিয়ে রক্ত গ্রহণ করা যাবেন, ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করতে হবে, যৌন মিলনে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এইডস এ আক্তান্ত রোগীর বিষয়ে সচেতন হতে হবে।


error: Content is protected !!