
‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শরীয়তপুরে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৯” অধিকার প্রচারের মাধ্যমে অধিক জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
২ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
প্রধান অতিথির বক্তব্যে জেলা তিনি বলেন, মানুষ সচেতন হলেও কিন্তু অপরাধ শূন্য হবে না। কিছু লোক সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। সে সুযোগ ব্যবহার করে অল্প সময়ে তারা আঙ্গুল ফুলে কলাগাছ হতে চায়। এদের মধ্যে একটি জিনিস কাজ করে, আর তা হচ্ছে লোভ। শাস্ত্রে আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এদের দ্বারাই ভোক্তার অধিকার বিনষ্ট হয়। আমরা সকল শ্রেণির মানুষই ভোক্তা। যিনি ব্যবসা করেন, তিনি কোন না কোনভাবে ভোক্তা। এদের সঠিক অধিকার ফিরিয়ে দিতেই ২০০৯ সালে এ আইনটি সৃষ্টি হয়, যা একজন ভোক্তার সম্পূর্ণ অধিকার নিশ্চিত হবে। এ আইনের প্রচার সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুরøাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার মামুনুর রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সুজন কাজী। বিশেষ বক্তা ছিলেন, জেলা সহকারী ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ কামাল হোসেন, জেলা প্রাথমিক অফিসার আবুল কালাম আজাদ, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস, ক্যাব-এর জেলা সভাপতি বিল্লাল হোসেন খানসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর সুত্র জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণে ২০১৯-২০ অর্থ বছরে এ পর্যন্ত ৪১টি অভিযান পরিচালনা করে ৭৩টি প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।