
৮ ডিসেম্বর রবিবার বিকাল ৬ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শরীয়তপুর ডায়াবেটিক সমিতি কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও শরীয়তপুরে সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও শরীয়তপুর সিভিল সার্জন ডা: মোঃ খলিলুর রহমান, শরীয়তপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান মিয়া, শরীয়তপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ মোস্তফা খোকন, শরীয়তপুর ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুর রহমান শেখ, শরীয়তপুর ডায়াবেটিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সামাদ বেপারী, শরীয়তপুর ডায়াবেটিক সমিতির সহ-সম্পাদক এ্যাডভোকেট মোঃ মোসলেম খান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলট, প্রমূখ।