Friday 9th May 2025
Friday 9th May 2025

শরীয়তপুরে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস উদযাপন

শরীয়তপুরে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস উদযাপন

“আমরা দূর্ণীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই শ্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র‌্যালী, মানববন্ধন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় শরীয়তপুর শহীদ মিনার থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহীদ মিনার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম-এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের।
জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান-এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, জেলা মানবাদিকার সংস্থার এ্যাডভোকেট রওশন আরা, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট মাসুদুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ।
এ সময় উপস্থিত জেলা প্রশাসক কাজী আবু তাহের মানববন্ধনে তার বক্তব্যে বলেন, “আমরা দূর্ণীতির বিরুদ্ধে একতাবদ্ধ”। দূর্ণীতি একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি যাতে আমাদের গ্রাস করতে না পারে এ জন্য সকলকে সচেতন ও সজাগ থাকতে হবে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে আমাদেরকে দূর্ণীতিকে না বলতে হবে। কোন ভাবেই দূর্ণীতির সাথে নিজেদেরকে জড়ানো যাবেনা এবং অন্যরা যাতে দূর্ণীতিতে জড়াতে না পারে সে দিকেও লক্ষ্য রাখতে হবে। তবেই আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তর করতে পারব।