
শরীয়তপুরে ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেড-এ জেলা পুলিশের নিয়মিত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ মাসিক কল্যাণ সভায় সভাপতিত্বে করেন শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন।
অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) মোঃ কামরুল হাসান-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, বিএমএ’র সভাপতি ও পুলিশ লাইন্স হাসপাতালের স্বার্থ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, প্রভেশনাল এএসপি আদনান মোস্তাফিজ ও এএসপি ইমরুল হাসানসহ পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ লাইন্সের কর্মকর্তা-কর্মচারী, সকল থানার ওসি, ওসি(তদন্ত) ও পুলিশ সদস্যবৃন্দ।
নিয়মিত এ মাসিক সভায় পুলিশের কল্যাণ সংক্রান্ত, নৈতিক দায়িত্ব ও জনকল্যাণে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, সে বিষয়েও আলোচনা হয়।
এবারের মাসিক কল্যাণ সভায় অবসরপ্রাপ্ত ৩ জন পুলিশ সদস্য মোঃ দেলোয়ার হোসেন, শাহজাহান সরদার ও এনায়েত হোসেনকে বিদায়ী শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়া ভেদরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষনা করা হয়, ডামুড্যার ওসি মেহেদী হাসানকে ডামুড্যার বাস দূর্ঘটনায় বিশেষ অবদানের জন্য বিশেষ পুরষ্কার প্রদান, পালং মডেল ওসি(তদন্ত) জাহাঙ্গীর হোসেনকে মা ইলিশ অভিযানে বিশেষ অবদানের জন্য পুরষ্কার প্রদান, শ্রেষ্ঠ এসআই হিসেবে ইমরান হোসেনকে, শ্রেষ্ঠ এ এসআই এরশাদ হোসেনকে, মাদক উদ্ধার বিশেষ অবদানের জন্য সখিপুর এসআই সোহাগ হোসেনকে পুরষ্কার প্রদান করা হয়। এ সভা সমাপ্তের পর সভাকক্ষে নিয়মিত মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |