Sunday 11th May 2025
Sunday 11th May 2025

জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

অদ্য ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে শরীয়তপুর জেলা পুলিশের নভেম্বর-২০১৯ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মোমেন,পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল)জনাব মোহাম্মদ কামরুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর)জনাব তানভীর হায়দার শাওন, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) আদনান মুস্তাফিজ,সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) ইমরুল হোসেন এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ। মাসিক এ অপরাধ সভায় শরীয়তপুর জেলা পুলিশের নভেম্বর-২০১৯ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান পেশ করা হয়। নভেম্বর-২০১৯ মাসের সর্বমোট রুজুকৃত মামলা-১০৮ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা-৩৫৩ জন, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়-১,২৮,৩৫০/- টাকা এবং সর্বমোট-২,৩০৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৮৫০ গ্রাম গাজা, ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।