
শরীয়তপুর পৌরসভার এক নং ওয়ার্ডের অন্তর্গত পালং উচ্চ বিদ্যালয় এলাকার জনাব কাশেম ভেন্ডারের বাড়ি সিমানা থেকে পশু হাসপাতাল পর্যন্ত প্রায় শতাধিক ছোটো বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সম্মতিক্রমে গঠিত হয়েছে পূর্ব পালং বাজার বণিক সমিতির নতুন কমিটি। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আনিস উদ্দীন বেপারী, সহসভাপতি মো: ইদ্রিস আলি কোতোয়াল, বীর মুক্তি যোদ্ধা আজাহার হোসেন খান,মো: মোতালেব শেখ,সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন টুটুল,সহ- সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম কোতোয়াল,মো: রিংকু তালুকদার।সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম খান, সহ সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হাওলাদার।কোষাদক্ষ মিজানুর রহমান টিটু খান। দপ্তর সম্পাদক সাংবাদিক মানিক মোল্যা। সহ- দপ্তর সম্পাদক মো: সোহেল শরিফ।প্রচার সম্পাদক মো: লিটন বেপারী,সহ – প্রচার সম্পাদক মো: জামাল বেপারী।ক্রীড়া সম্পাদক মো: দিদার হোসেন শেখ,সহ- ক্রীড়া সম্পাদক মো: সুজন চোকদার। কার্যকরী সদস্য লতিফ খান, পলাশ দেবনাথ,বাবুল হাওলাদার,আনোয়ার বেপারী,শিপু খান,রতন বেপারী,নুরে আলম।উপদেষ্টা এডভোকেট আলী আহাম্মদ খান, আ: মজিদ খান,বাবু সুশীল চন্দ্র দেবনাথ, মোতাহের হোসেন কোতোয়াল,আবুল কাশেম ভেন্ডার,মো: খলিলুর রহমান, সামছুল হক চৌকিদার, মাজহারুল ইসলাম শাহজাহান ও মো: চুন্নু খান।
বৃহষ্পতিবার সন্ধায় উক্ত কমিটির পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আ: রহমান কোতোয়াল, বিশেষ অতিথি আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল। এছাড়া উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার পেনেল মেয়র ১, বাচ্চু বেপারী, কাউন্সিলর আ: রাজ্জাক মোল্যা। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রোকনুজ্জামান পারভেজ, শহিদুজ্জামান, রতন মাহমুদ, রাজিব হোসেন, ছগীর হোসেন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
##