
১২ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় ম্যার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর-১৪১তম শরীয়তপুর শাখার শুভ উদ্বোধন করা হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানে ম্যার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার মেয়র ও ম্যাবস্ এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কোতোয়াল, ম্যার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম বেপারী, পরিচালক কাজী মোঃ সহিদ রেজাসহ ৪ জন পরিচালক, এ্যাডভোকেট সাঈদ আহমেদসহ ম্যার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশের জনগণের অর্থনৈতিক চাহিদা নিরুপনে ম্যার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বিভিন্ন নতুন নতুন শাখার উদ্বোধন করছে। এ সেবার মান ততক্ষণ চলমান থাকবে, যতক্ষণ গ্রাহক অর্থনৈতিক সেবা নিয়ে, সঠিক সময়ে ফেরত দিবে।