Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মার্কেন্টাইল ব্যাংক লিঃ শরীয়তপুর শাখার শুভ উদ্বোধন করলেন নাহিম রাজ্জাক এমপি

মার্কেন্টাইল ব্যাংক লিঃ শরীয়তপুর শাখার শুভ উদ্বোধন করলেন নাহিম রাজ্জাক এমপি

১২ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় ম্যার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর-১৪১তম শরীয়তপুর শাখার শুভ উদ্বোধন করা হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানে ম্যার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার মেয়র ও ম্যাবস্ এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কোতোয়াল, ম্যার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম বেপারী, পরিচালক কাজী মোঃ সহিদ রেজাসহ ৪ জন পরিচালক, এ্যাডভোকেট সাঈদ আহমেদসহ ম্যার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশের জনগণের অর্থনৈতিক চাহিদা নিরুপনে ম্যার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বিভিন্ন নতুন নতুন শাখার উদ্বোধন করছে। এ সেবার মান ততক্ষণ চলমান থাকবে, যতক্ষণ গ্রাহক অর্থনৈতিক সেবা নিয়ে, সঠিক সময়ে ফেরত দিবে।