শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

শরীয়তপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

“সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেযার পরে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ১২ ডিসেম্বর বৃহস্পতিবার তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শরীয়তপুর শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসে সেমিনারে অংশগ্রহণ করে।
এ র‌্যালী ও সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল-মামুন তালুকদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মামুনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ কামাল হোসেন, আইসিটি কর্মকর্তা মোজাম্মেল হোসেনসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থী প্রমূখ।
এ সেমিনারে বক্তারা কম্পিউটার ও মোবাইল প্রযুক্তি ব্যবহারে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এ প্রযুক্তির সুষ্ঠ ব্যবহার যদি না করা যায়, তাহলে এর দ্বারা যেমন দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে, তেমনি সে নিজেকে ক্ষতি থেকে বাচাতে পারবে না। এ প্রযুক্তি থেকে আমরা সবসময় উপকার নেব এবং এর কুফল থেকে বাচবো। ফেইসবুকে যাচাই না করে অহেতুক শেয়ার দিব না।


error: Content is protected !!