সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী

শরীয়তপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপনের লক্ষ্যে শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচীগুলি হলো- আজ (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনি (জাতির পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের পর), সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাষিত ও বেসরকারি ভবনের শীর্ষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, প্রত্যুষে ৬ টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকাল ৭ টা ২০ মিনিটে মহিষার গণকবর, আটিপাড়া ও মনোহর বাজার মধ্যপাড়া স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, সকাল ৮ টা ৩০ মিনিটে শরীয়তপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, কারারক্ষী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, রোভার স্কাউট, কাবদল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শিশু কিশোর সংগঠনের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, সকাল ১০ টায় শরীয়তপুর স্টেডিয়ামে জেলা সদরের স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান, বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান, বাদ জোহর সকল মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, সুবিধামতো সময়ে সকল মন্দির ও উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা, দুপুরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হাসপাতাল, শিশু পরিবার, জেলখানা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, শরীয়তপুর আলোছায়া ও রুমা সিনেমা হলে বিনা টিকিটে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, বিকেল ৩ টায় শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, একই সময়ে (বিকেল ৩ টায়) শরীয়তপুর স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগীতা ও জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যা হতে রাত ১ টা পর্যন্ত সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাষিত ভবনসমূহ ও দোকান/মার্কেটসমূহে আলোকসজ্জা, রাজগঞ্জ হ্যালিপ্যাড/ বাসস্ট্যান্ড/ প্রেমতলা/ মনোহর বাজার/ ধানুকা কলেজ মাঠে জেলা তথ্য অফিস কর্তৃক উন্মুক্ত স্থানে চলচ্চিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৬ টা হতে জেলা শিল্পকলা একাডেমি মাঠে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা ও রাত ৭ টা ৩০ মিনিট হতে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


error: Content is protected !!