
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপনের লক্ষ্যে শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচীগুলি হলো- আজ (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনি (জাতির পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের পর), সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাষিত ও বেসরকারি ভবনের শীর্ষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, প্রত্যুষে ৬ টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকাল ৭ টা ২০ মিনিটে মহিষার গণকবর, আটিপাড়া ও মনোহর বাজার মধ্যপাড়া স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, সকাল ৮ টা ৩০ মিনিটে শরীয়তপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, কারারক্ষী, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, রোভার স্কাউট, কাবদল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শিশু কিশোর সংগঠনের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, সকাল ১০ টায় শরীয়তপুর স্টেডিয়ামে জেলা সদরের স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান, বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান, বাদ জোহর সকল মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, সুবিধামতো সময়ে সকল মন্দির ও উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা, দুপুরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হাসপাতাল, শিশু পরিবার, জেলখানা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, শরীয়তপুর আলোছায়া ও রুমা সিনেমা হলে বিনা টিকিটে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, বিকেল ৩ টায় শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, একই সময়ে (বিকেল ৩ টায়) শরীয়তপুর স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগীতা ও জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যা হতে রাত ১ টা পর্যন্ত সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাষিত ভবনসমূহ ও দোকান/মার্কেটসমূহে আলোকসজ্জা, রাজগঞ্জ হ্যালিপ্যাড/ বাসস্ট্যান্ড/ প্রেমতলা/ মনোহর বাজার/ ধানুকা কলেজ মাঠে জেলা তথ্য অফিস কর্তৃক উন্মুক্ত স্থানে চলচ্চিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৬ টা হতে জেলা শিল্পকলা একাডেমি মাঠে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা ও রাত ৭ টা ৩০ মিনিট হতে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।