
নানা আয়োজনে শরীয়তপুরে ৪৯ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি পালনের শুভ সূচনা করা হয়।
পরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলাবাসির পক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আব্দুল মোমেন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, জেলা ও উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
সকাল সাড়ে ৮ টায় শরীয়তপুর জেলা স্টেডিয়ামে পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, রোভার স্কাউটসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীতে অংশ নেয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।
সিরাজ সিকদার ডিগ্রী কলেজের প্রভাষক পলাশ রাউট ও জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা বিভাগের ফাহিমা আক্তারের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মীনী, পুলিশ সুপারের সহধর্মীনী, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভা মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, শরীয়তপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, শরীয়তপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, শরীয়তপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সালাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সরকার, আওয়ামীলীগ নেতা জামাল ফকির, শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ন আহবায়ক রাশেদুজ্জামান ভূলু, জাতীয় পার্টির শরীয়তপুর জেলা সভাপতি এ্যাডভোকেট মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাফর খান কালামসহ শরীয়তপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীগণ, জেলা-উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |