
হামদর্দ শব্দের অর্থ ব্যাথার সাথী। এই শ্লোগানের মধ্য দিয়ে হামদার্দ ল্যাবরেটরীজ(ওয়াকফ) বাংলাদেশের পক্ষ থেকে রাজগঞ্জ ব্রীজ সংলগ্ন শরীয়তপুর শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর সোমবার ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ১০ টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রুহ্আফজাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন শরীয়তপুর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শামসুজ্জোহা। উদ্বোধনকালে তিনি বলেন, সারাবিশ্বে হামদার্দ একটি ব্যতিক্রমী নাম আবার একই সাথে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে হামদর্দ কাজ করে যাচ্ছে। হামদর্দের এমন উদ্যোগ নামের সাথে খুবই তাৎপর্যপূর্ণ ও প্রশংসনীয়। এই ধারা অব্যাহত রাখতে হামদার্দ কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হামদর্দের হাকিম মোঃ রায়হান সরকার, শাখা ব্যবস্থাপক কাজী আব্দুর রহিম ও মধ্য বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। হামদর্দ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সারাদিন ৭৮ জন রোগীর সেবা প্রদান করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |