
শরীয়তপুরে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক নির্মিতব্য জেলা ত্রাণ গুদাম কাম দূর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মামুন তালুকদার, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এ বি এম সিরাজুল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী আবদুল আজিজ ও অত্র প্রজেক্ট টাওয়ার ইন্টার ন্যাশনালের ঠিকাদার মাহমুদ হোসেন আরিফসহ ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ডিডিএম/ডিআরজি/০১৪/শরীয়তপুর প্যাকেজ ও শরীয়তপুর জেলা ত্রাণ গুদাম কাম দূর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণাধীন এ প্রকল্পটি শরীয়তপুর জেলার কোর্ট চত্বরে অবস্থিত। যার ঠিকাদার প্রতিষ্ঠান টাওয়ার ইন্টার ন্যাশনাল, স্বত্ত্বাধিকারী মাহমুদ হোসেন আরিফ। এ প্রকল্পটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ৭০ হাজার ৪৪৮ দশমিক ০৩৬ টাকা। কার্যাদেশ প্রদান করা হয় ৪ আগষ্ট ২০১৮ এবং কার্যাদেশের সময় শেষ হবে ৪ আগষ্ট ২০১৯।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |